খুলনায় জুমার নামাজে যাওয়ার পথে ‍যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, ১৫:৫৬
অ- অ+

জুমার নামাজে যাওয়ার পথে খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশায় তার নিজ বাসার কাছে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুব জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এ সময় তার বাসার সামনে একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে মাহবুবকে লক্ষ্য করে গুলি করে। এরপর তার শরীরের বিভিন্ন স্থানে রগ কেটে দেয়।

অল্প সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে। এমন আকস্মিক ঘটনায় স্থানীয়রা হামলাকারীদের প্রতিরোধেরও সুযোগ পায়নি। তারা গুরুতর আহত মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, হামলাকারীদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। অন্য দুজনের মাথা অনাবৃত ছিল। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/১১জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক
জামায়াতে ইসলামীর সমাবেশে প্রথম পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা