জামায়াতের সমাবেশে যোগ দিতে এসে পথেই দুই নেতাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১০:৩৭| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:৫৩
অ- অ+

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগ দিতে এসে দুই নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। অসুস্থ হয়ে একজন মারা যান বাসেই, আরেক জন প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দিনগত রাত আড়াইটার দিকে যমুনা সেতু পার হওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের জানান, কলম বিশ্বাসের শারীরিক অবস্থা খারাপ হলে বাসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গাজীপুরের চান্দুরা এলাকায় পৌঁছালে তার অবস্থার আরও অবনতি হয়। দ্রুত তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা আমির

এদিকে খুলনা জেলা জামায়াতের একটি বহরে করে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামায়াতে ইসলামীর দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ। শনিবার (১৯ জুলাই) রাত পৌনে তিনটার দিকে রয়্যাল পরিবহনের একটি বাস তাদের বহরের একটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায়, খুলনা থেকে প্রায় ২৬০টি বাসে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় সমাবেশে অংশ নিতে রওনা দেন। পথিমধ্যে ভাঙ্গা মোড়ে একটি গাড়ি পার্কিং করে কয়েকজন কর্মী চায়ের দোকানে বসেন। এ সময় মাওলানা আবু সাঈদ নিজের গাড়ির ব্যানার খুলে যাওয়ার বিষয়টি দেখে সেটি ঠিক করছিলেন। হঠাৎ পেছন থেকে আসা একটি দ্রুতগামী রয়্যাল পরিবহনের বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও চার কন্যাসন্তান রেখে গেছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত ৩টার দিকে একটি বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আরও দুই-তিনজন আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় জামায়াত নেতারা। দুই নেতাকর্মীর মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে। তবে জানাজা ও দাফনের সময় এখনো নির্ধারণ হয়নি বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা