গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১১:০২| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২:২৯
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ গোপালগঞ্জে আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানান।

মুহম্মদ কামরুজ্জামান বলেন, “গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে নাগরিকদের প্রয়োজন বিবেচনায় শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।”

জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন নিহত হন। ঘটনার পরপরই গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন এবং সন্ধ্যা ৬টা থেকে পুরো জেলায় কারফিউ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানান, প্রথম দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এর মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িকভাবে শিথিল রাখা হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। সর্বশেষ গতকাল রাত ১১টার দিকে জেলা প্রশাসক কারফিউ শিথিলের ঘোষণা দেন।

উল্লেখ্য, এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্থানীয় পর্যবেক্ষক মহল।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানের ব্ল্যাক বক্স সম্পর্কে যেসব তথ্য জানলে অবাক হবেন
বিমান ভাসছে না, নিচে পড়ছে: পাইলট তৌকিরের শেষ বার্তা
নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হাইকোর্টের রুল
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা