বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ৭ উইকেটের বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা। ১৬ বলে ৪২ রান করে পাথুম নিশাঙ্কা সাজঘরে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার কুশল মেন্ডিস করেছেন ৫১ বলে ৭৩ রান।
তবে মাঝের ওভারগুলোতে মিতব্যয়ী বোলিং করেছে বাংলাদেশ। কিন্তু ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে টাইগাররা। শেষদিকে দেখে-শুনে খেলে দলের জয় নিশ্চিত করেন আভিশকা ফার্নান্দো।
এর আগে দুই ওপেনার ইমন ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এক প্রান্তে তামিম কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন ইমন। তামিম ১৬ রান করে ফিরলে ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে ব্যর্থ লিটন দাস। ১১ বলে ৬ রান করেছেন তিনি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করা ইমন ভুগেছেন পাওয়ার প্লে শেষে। তাতে ২২ বলে ৩৮ রানে থেমেছেন তিনি।
এরপর মোহাম্মদ নাঈম-তাওহিদ হৃদয়রা উইকেটে থিতু হলেও সুবিধা করতে পারেননি। তাদের ধীরগতির ব্যাটিং বেশ ভুগিয়েছে দলকে। শেষদিকে মেহেদি মিরাজ ও শামীম হোসেন উইকেটে এসে গিয়ার পরিবর্তনের চেষ্টা করেছেন। তাতে কোনোরকমে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ।
মিরাজ করেছেন ২৩ বলে ২৯ রান। শামীম করেছেন ৫ বলে অপরাজিত ১৪ রান। আর ২৯ বল খেলে ৩২ রানে অপরাজিত ছিলেন নাঈম।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (পারভেজ ৩৮, তানজিদ ১৬, লিটন ৬, নাঈম ৩২*, হৃদয় ১০, মিরাজ ২৯, শামীম ১৪*; কারুনারাত্নে ১-০-৮-০, থুশারা ৪-০-৩২-১, বিনুরা ৩-০-২২-০, থিকশানা ৪-০-৩৭-২, শানাকা ৪-০-২২-১, ভ্যান্ডারসে ৪-০-২৫-১)
শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫৯/৩ (নিসাঙ্কা ৪২, কুসাল মেন্ডিস ৭৩, কুসাল পেরেরা ২৪, আভিশকা ১১*, আসালাঙ্কা ৮*; সাইফউদ্দিন ৩-০-২২-১, তাসকিন ৩-০-৪৩-০, তানজিম ৪-০-৩৪-০, মিরাজ ৪-০-২৪-১, শামীম ১-০-১১-০, রিশাদ ৪-০-২৪-১)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস
(ঢাকাটাইমস/১০জুলাই/এলকে)

মন্তব্য করুন