কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ২৮৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

পাল্লেকেলেতে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া শ্রীলঙ্কা বাংলাদেশ দলের দিকে লক্ষ্য ছুঁড়ে দিল ২৮৬ রানের।
লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা টস জিতে ব্যাট করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটার যে সঠিক ব্যবহার করতে পেরেছেন তা কুশল মেন্ডিসের ব্যাটিং দেখেই বোঝা যায়। ১১৪ বল মোকাবিলা করে ১৮টি চারের সাহায্যে ১২৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ অভারে ৭ উইকেটে ২৮৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। অর্থাৎ সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান।
আজ লঙ্কান শিবিরে শুরুতেই আঘাত হানেন তানজিম হাসান সাকিব। নিশান মাদুশকার উইকেট তুলে নিয়েছেন তিনি। লঙ্কান ওপেনারকে ১ রানের (৬ বলে) বেশি করতে দেননি ডানহাতি টাইগার পেসার। ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের প্রথম বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লঙ্কান ব্যাটার।
মাদুশকা মাত্র ১ রানে ফিরলেও পাথুম নিশাঙ্কা ৪৭ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন। কিন্তু ইনিংসের ভরকেন্দ্র তৈরি হয় কুশাল মেন্ডিস ও আসালাঙ্কার জুটিতে যেটি ছিল ১২৪ রানের জুটি।
এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। আসালাঙ্কাকে ফিরিয়ে এনে দেন কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। এরপর দ্রুতই পড়ে যায় আরও কয়েকটি উইকেট, যার মধ্যে ছিল মেন্ডিসের গুরুত্বপূর্ণ উইকেটও। তাকে সাজঘরে পাঠান শামীম হোসেন পাটোয়ারী।
শেষদিকে যখন লঙ্কানদের স্কোর ৩০০ ছাড়িয়ে যাওয়ার আভাস দিচ্ছিল, তখন টাইগার বোলাররা ম্যাচে ফিরে আসেন। হাসারাঙ্গা ও চামিরার ছোট ছোট অবদান মিলিয়ে স্কোরবোর্ড থামে ২৮৫-এ।
বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ, দুজনই নেন ২টি করে উইকেট। পাশাপাশি তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম এবং শামীম হোসেন তুলে নেন একটি করে উইকেট। প্রথম ম্যাচের মতো এদিনও উইকেটশূন্য থাকেন মুস্তাফিজুর রহমান।
২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয় ২০২৩ সালের বিশ্বকাপে-যেখানে ২৮০ রান টপকে জিতেছিল টাইগাররা। আজকের ম্যাচে সেই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে মিরাজের দল।
(ঢাকাটাইমস/৮জুলাই/আরকে)

মন্তব্য করুন