রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১৮:৪৯
অ- অ+

ঐক্যবদ্ধ সুনাগরিক-ঐক্যবদ্ধ রূপগঞ্জ এই স্লোগানে রূপগঞ্জ উপজেলাকে শান্তি ও স্বস্তির মডেল হিসেবে গড়ে তুলতে ঐক্যের ডাক দিয়েছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) প্রধান উপদেষ্টা সেলিম প্রধান।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সেলিম প্রধান বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব অধ্যায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান। এই আন্দোলন ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে নাগরিক ও ছাত্রশক্তির এক অনন্য দুঃসাহসী ঐক্য গড়ে উঠেছিল। ছাত্ররা ছিল এর প্রধান চালিকাশক্তি। এই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী সরকারের দমননীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামগ্রিক প্রতিবাদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে থেকেই তিনি ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন জানিয়ে সেলিম প্রধান বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৎকালীন অবৈধ নির্বাচনের সংসদ সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানসহ তাদের অগণিত অপরাধের দোসরদের বিরুদ্ধে আমি দীর্ঘদিন একাই অবিচল সংগ্রাম করে গেছি। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশীজন হওয়াই ছিল আমার লক্ষ্য। তবে এ লক্ষ্য বাস্তবায়ন করতে নাগরিক সমাজের প্রতিটি অংশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় রুপগঞ্জকে নিয়ে বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা বলেন, ঐতিহাসিক জুলাই বিপ্লব আমাদের দেশকে একটি নতুন স্বাধীনতার স্বাদ এনে দিলেও দুঃখজনকভাবে রূপগঞ্জ আজও সেই মুক্তির ছোঁয়া পায়নি। এখনো এখানকার মানুষ মাদক, খুন, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ছিনতাই ও দখলদারির ভয়ে অনিরাপদ; বাকস্বাধীনতাও হারিয়ে ফেলেছে। রূপগঞ্জ উপজেলার একজন সচেতন নাগরিক হিসাবে আমি জানাতে চাই, এসব অপরাধমূলক কার্যকলাপের বিস্তার সমাজের শান্তি ও স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করছে। জনগণের ঐক্য যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম।

সেলিম প্রধান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি বিপ্লব তখনই সফল হয়, যখন দেশের প্রতিটি অঞ্চল মুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজে রূপান্তরিত হয়। সেই লক্ষ্যে এবার আমি রূপগঞ্জ উপজেলাবাসীকে সাথে নিয়ে 'ঐক্যবদ্ধ সুনাগরিক-ঐক্যবদ্ধ রূপগঞ্জ'-এর ভিত্তিতে এই উপজেলাকে শান্তি ও স্বস্তির মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

একই সাথে জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রিয় মাতৃভূমির প্রতিটি নাগরিকের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে 'ঐক্যবদ্ধ সুনাগরিক-ঐক্যবদ্ধ দেশ' স্লোগানের ওপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি এলাকা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলাকে সব ধরনের অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে দেশব্যাপী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান সেলিম প্রধান।

এ জন্য রূপগঞ্জবাসীকে তার পাশে চেয়ে সেলিম প্রধান বলেন, সবার সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা ও দৃঢ় সমর্থনে আমরা একত্রে রূপগঞ্জকে শান্তি ও স্বস্তির মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব। আর এভাবেই শান্তি ও স্বস্তির মডেল উপজেলা রূপগঞ্জকে কেন্দ্র করে ধীরে ধীরে বদলে যাবে সমগ্র দেশ, এই আমার লালিত স্বপ্ন।

ঐক্যবদ্ধ সুনাগরিক-ঐক্যবদ্ধ রূপগঞ্জপ্রতিপাদ্য নিয়ে রূপগঞ্জকে শান্তি ও স্বস্তির মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা এবং অপরাধ, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আগামী ১৮ জুলাই, শুক্রবার সকাল ১০টায় 'রোডমার্চ ফর রূপগঞ্জ' কর্মসূচির ডাক দেন সেলিম প্রধান।

তিনি রূপগঞ্জের প্রতিটি সাহসী দেশপ্রেমিক নাগরিককে এই কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে আজ দ্বিতীয় দিনে তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ
বাংলাদেশে প্রথম বারের মতো BEAR সম্মেলন ও সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অনুষ্ঠিত, ডিপ-টেক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
গাজায় প্রতিদিন ২৮ শিশু নিহত, এ যেন দিনে একটি শ্রেণিকক্ষের সবাইকে হারানো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা