ফিফা র্যাঙ্কিংয়ে একধাপ অবনতি হামজাদের

আজ ফিফা নতুন র্যাঙ্কিং আপডেট করেছে যেখানে বাংলাদেশ ফুটবল দল একধাপ পিছিয়েছে। নতুন র্যাঙ্কিং অনুযায়ি বাংলাদেশ ১৮৩ থেকে এক ধাপ নেমে এখন ১৮৪ এ অবস্থান করছে।
গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ড্র করে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছিল বাংলাদেশ। পরে একই টুর্নামেন্টে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে বাংলাদেশকে আবার নিচে নামতে হলো।
ঢাকার মাটিতে বাংলাদেশকে হারানো সিঙ্গাপুর দুই ধাপ এগিয়ে ১৬১ থেকে এখন ১৫৯ নম্বরে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান নেমেছে ৩ ধাপ, শ্রীলঙ্কা এগিয়েছে চার ধাপ, ভুটান পিছিয়েছে ৪ ধাপ, নেপাল পিছিয়েছে ১ ধাপ, মালদ্বীপ পিছিয়েছে ৭ ধাপ ও ভারত পিছিয়েছে ৬ ধাপ।
র্যাঙ্কিংয়ে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আছে যথাক্রমে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। নেদারল্যান্ডসকে ৭ এ নামিয়ে ৬ নম্বরে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বড় ধরনের উন্নতি (১৪ ধাপ) হয়েছে কোস্টারিকার। ৫৪ থেকে উঠে দেশটি এখন ৪০ নম্বরে রয়েছে।
(ঢাকাটাইমস/১০জুলাই/আরকে)

মন্তব্য করুন