দ্রুত পদক্ষেপে আলোচিত দুই খুনের রহস্য উদঘাটন, জানাবেন র্যাব প্রধান

সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত দুটি নৃশংস হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
র্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে মরদেহ ১১ টুকরো করে গুম করার চেষ্টায় জড়িত প্রধান অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে র্যাব। এই দুটি ঘটনাসহ র্যাবের চলমান অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযান ও সফলতা নিয়েও বিস্তারিত তুলে ধরা হবে এ ব্রিফিংয়ে। যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বাহিনী প্রধান।

মন্তব্য করুন