শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৫, ২১:৪৮
অ- অ+

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলা শহরের আড়াইআনী চকপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বাবুল মিয়া নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত বাবুল পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

অন্যদিকে, দাওধারা কাটাবাড়ী এলাকার বন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নালিতাবাড়ী পৌর এলাকার বাবুল মিয়া দুটি বিয়ে করেন। কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চকপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আর্থিক সংকটের কারণে ভাড়া বাড়িটি ছেড়ে দিলে ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তবে মাঝে মধ্যে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে তিনি রাত যাপন করতেন। শুক্রবার রাতে স্থানীয় একটি দোকান থেকে কয়েল কিনে এনে ওই বাড়িতে রাত যাপনের উদ্দেশে যান বাবুল মিয়া। পরে আজ বিকালে স্থানীয়রা ওই ঘরে বাবুল মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

অপরদিকে, গত কয়েকদিন আগে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে উপজেলার দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। শনিবার বিকালে পাহাড়ি বনে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা