প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ২০:৪৪
অ- অ+

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম বাস্তবায়িত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হচ্ছে আগামীকাল সোমবার (১৪ জুলাই)।

এদিন বেলা তিনটায় নারায়ণগঞ্জে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়িত এই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই (২০২৪ সালের ৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল নারায়ণগঞ্জ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের এ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল; শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থাকবেন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওয়ারীতে কিশোরকে হত্যাচেষ্টা: জনতা-পুলিশের তাৎক্ষণিক প্রতিরোধে দুই যুবক আটক
চাঁদপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা