চাঁদপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১০:১৪| আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:০৫
অ- অ+

চাঁদপুরে বিশেষ অভিযানে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আজ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (১৩ জুলাই) দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বোট তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের আনুমানিক সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা