২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১৩:১৯| আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৪:৩৩
অ- অ+

সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ মেয়াদ পার করে ফেলা বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের মোটরযান সড়কে চলাচল বন্ধে সারাদেশে একযোগে অভিযান চালাতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ২০ জুলাই থেকে দিন ও রাতে চলবে এ অভিযান।

বিআরটিএ সূত্র জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৬ অনুযায়ী, বাস ও মিনিবাসের জন্য ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের জন্য ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। এই মেয়াদ অতিক্রান্ত হলে সংশ্লিষ্ট যানবাহন আর সড়কে চলাচল করতে পারবে না।

এ নির্দেশনা বাস্তবায়নে বিআরটিএ’র এনফোর্সমেন্ট শাখার উপপরিচালক মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে সারাদেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে প্রস্তুতি শেষ করা হয়েছে। সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গণমাধ্যমকে বিষয়টি গুরুত্বসহ প্রচার ও কাভারেজের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিআরটিএ’র এনফোর্সমেন্ট শাখায় (ফোন: ৫৫০৪০৭২২ / ই-মেইল: [email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক
জামায়াতে ইসলামীর সমাবেশে প্রথম পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা