ফেসবুকে পোস্ট দিয়ে হলের ছাদ থেকে লাফিয়ে ঢাবিছাত্রের আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সাঞ্জু বারাইক নামে এক শিক্ষার্থীর মারা গেছেন।
সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এ ঘটনা ঘটে বলে হলের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন।
সাঞ্জু বারাইক নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে গভীরভাবে খতিয়ে দেখছে এবং ছাত্রদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
ঘটনার আনুমানিক পাঁচ ঘণ্টা আগে, রবিবার রাত দেড়টার দিকে সাঞ্জু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, "আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার।"
এই পোস্ট দেখে অনেক সহপাঠী ও বন্ধু উদ্বেগ প্রকাশ করলেও কেউ সাঞ্জুকে থামাতে পেরেছে বলে জানা যায়নি।
সাঞ্জুর মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা বলছেন, তিনি একজন শান্ত স্বভাবের, ভদ্র এবং চিন্তাশীল শিক্ষার্থী ছিলেন। তার এই আকস্মিক সিদ্ধান্তে তারা হতবাক।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।
মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা, কাউন্সেলিং ব্যবস্থা জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য সহানুভূতিশীল পরিবেশ তৈরির দাবি উঠেছে।
(ঢাকাটাইমস/১৪ জুলাই/আরজেড)

মন্তব্য করুন