বিদেশে পড়াশোনার রোডম্যাপ তৈরি করছে এমএমএস গ্লোবাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ১৩:৫৫| আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২১:২৫
অ- অ+

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা এখন আর শুধু স্বপ্ন নয়—এটি ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর জন্য। আর এই যাত্রাকে সহজ, সুনির্দিষ্ট এবং সফল করে তুলতে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম বিশ্বস্ত স্টাডি অ্যাব্রড পরামর্শদাতা প্রতিষ্ঠান এমএমএস গ্লোবাল (MMS Global)।

সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ “স্টাডি অ্যাব্রড রোডম্যাপ” তৈরি করছে, যেখানে ভর্তি, কোর্স সিলেকশন, ভিসা প্রসেসিং, প্রি-ডিপার্চার গাইডলাইন এবং পরবর্তী ক্যারিয়ার সাপোর্ট—সব কিছু অন্তর্ভুক্ত থাকবে।

MMS Global এর প্রতিষ্ঠাতা এক বিবৃতিতে বলেন,

‘অনেক শিক্ষার্থী এবং অভিভাবকই জানেন না, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সঠিক তথ্য ও গাইডলাইনের অভাবেই অনেক সময় ভিসা রিজেক্ট হয় বা অপছন্দের কোর্সে ভর্তি হয়ে পড়ে। আমরা চাচ্ছি প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি পার্সোনালাইজড স্টাডি অ্যাব্রড প্ল্যান তৈরি করতে।’

বর্তমানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নানা দেশ থেকে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে। এসব দেশের জন্য প্রয়োজনীয় নথিপত্র, ভিসার নিয়ম-কানুন এবং স্কলারশিপ পাওয়ার কৌশল সম্পর্কেও বিস্তারিত তথ্য পাচ্ছেন শিক্ষার্থীরা MMS Global এর পরামর্শদাতাদের কাছ থেকে।

অনলাইনেও সহজলভ্য সেবা

যারা ঢাকার বাইরে বা ব্যস্ততার কারণে সরাসরি অফিসে যেতে পারেন না, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশন সুবিধা। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট https://mmsglobal.io এ গিয়ে শিক্ষার্থীরা সরাসরি ফ্রি অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করে নিজের প্রোফাইল যাচাই করতে পারেন এবং প্রাথমিক কনসালটেশন বুক করতে পারেন। এছাড়াও ওয়েবসাইটে বিভিন্ন দেশের ভর্তি সময়সূচি, প্রয়োজনীয় ডকুমেন্ট চেকলিস্ট, স্কলারশিপ তথ্য এবং প্রাসঙ্গিক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।

ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতিক্রিয়া

এমএমএস গ্লোবালের সেবা গ্রহণকারী অনেকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির গাইডলাইন, ডকুমেন্টেশন সহায়তা ও প্রি-ভিসা ইন্টারভিউ প্রশিক্ষণ তাদের বিদেশযাত্রা অনেক সহজ করেছে। এক অভিভাবক বলেন,

"আমার মেয়ে এখন টরন্টোতে মাস্টার্স করছে। ভিসা থেকে শুরু করে হোস্টেল পর্যন্ত সবকিছু MMS Global সুন্দরভাবে ম্যানেজ করেছে।"

ভবিষ্যৎ পরিকল্পনা

প্রতিষ্ঠানটি আগামী ছয় মাসের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্টাডি অ্যাব্রড সেমিনার আয়োজনের পরিকল্পনা করেছে। সেইসাথে স্কলারশিপ ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের জন্য “গ্লোবাল স্কলারশিপ গাইড” নামে একটি ডিজিটাল বুক প্রকাশের ঘোষণাও দিয়েছে তারা।

(ঢাকা টাইমস/১৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা