ভারতীয় গুপ্তচরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করুন : জাগপা যুক্তরাষ্ট্র

বাংলাদেশের রাজনীতি, ধর্মীয় সংস্কৃতি, গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের প্রধান পৃষ্ঠপোষক ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর সাথে সম্পৃক্ত বাংলাদেশে অবস্থানরত ভারতীয় গুপ্তচরদের ('র' এর এজেন্ট) চিহ্নিত ও গ্রেফতার করে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখা জাগপার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।
তিনি শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি হোটেল জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর এজেন্টরা ঢুকে গেছেন। তারা কখনো কখনো ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলেন আবার কেউ কেউ শেখ হাসিনা ও আওয়ামী প্রসংশা করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এদের মূল লক্ষ্য হচ্ছে ভারতের দালালী করে নিজেদের ভাল রাখা আর রাষ্ট্রের অবকাঠামো গুলোকে ধ্বংস করে বাংলাদেশকে সিকিম -ভুটান বানানো।
রহমত উল্লাহ আরো বলেন, সম্প্রতি ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে নৃশংস হত্যাকান্ডের সাথে যে দল না ব্যাক্তি জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। এধরণের হত্যাকান্ড দেশের জন্য মহাবিপদ হয়ে যেতে পারে।
বাংলাদেশের আগামীর নির্বাচন একটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। তবে আওয়ামী দোসরদের স্ব-স্ব চেয়ারে রেখে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সে জন্য বিগত অবৈধ নির্বাচনে সহযোগিতাকারী ও নির্দেশ দাতাদের দ্রুত অপসারণ করে পূর্ণাঙ্গ সংস্কার দরকার।
তিনি ভারত থেকে ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবীতে আগামী ৬ আগস্ট জাগপা আয়োজিত ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচী সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
(ঢাকাটাইমস/১৩জুলাই/জেবি)

মন্তব্য করুন