বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ১৬:১৩
অ- অ+

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকেরা বিআরটিএর সামনে অবস্থান নেন। তাদের অবরোধের ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা।

অবরোধকারীরা জানিয়েছেন, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তাদের ভাষ্য, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন। যদিও অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।

চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, “ক্লাস শেষে বাসায় ফিরতে পারছি না। এমন যানজটে হেঁটেও যাওয়া সম্ভব না। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ লাগছে।

বিষয়ে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, “সিএনজিচালকেরা ঢাকাময়মনসিংহ মহাসড়কের অংশ বিশেষ অবরোধ করে বিক্ষোভ করছেন। যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা