কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ১৮:৫০| আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮:৫৫
অ- অ+

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন অবরুদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বুধবার বিকাল পাঁচটার পর সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয় তাদের গাড়িবহর।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তারা বিকাল পাঁচটার পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।

কড়া পাহারায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন

এর আগে মাদারীপুরগামী পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় এনসিপির গাড়িবহরে ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং গোপালগঞ্জ জেলা কারাগার এলাকায়ও ছড়িয়ে পড়ে সহিংসতা।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা