গোপালগঞ্জের সংঘর্ষে নিহত বেড়ে ৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ২১:১৯
অ- অ+

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিবিসি বাংলাকে জানান, সংঘর্ষের ঘটনায় তখন পর্যন্ত চারজনের মরদেহ সদর হাসপাতালে এসেছে।

এর আগে বিকালে ডা. জীবিতেশ দুজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় হয় বলে জানান তিনি।

এ ছাড়া টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০) নামের একজনের মৃত্যুর কথা নানা মাধ্যমে তখন জানা গেলেও ঢাকাটাইমস নিজস্ব সূত্রে তা নিশ্চিত হতে পারেনি।

গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় আহত একজনকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সুমন বিশ্বাস (২০) নামের এই যুবক সদর উপজেলার মোহাম্মদপাড়া এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন।

এদিকে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়। বার্তায় বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি চলবে।

এর আগে বিকালে জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারা জারি করেছিল।

আজ দুপুরের পর গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এনসিপির গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।

এর আগে দুপুর ২টার পর পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সভা শুরুর আগে বেলা দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এক দফা হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনী নিরাপদে তাদের সেখান থেকে সরিয়ে নেয়।

এ দিকে ভয়াবহ এই হামলার ঘটনায় সারাদেশে ব্লকেড কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক অবরোধ করে তারা।

হামলায় উদ্বেগ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই হামলাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন।

জামায়াতে ইসলামী আগামীকাল বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল: মির্জা আব্বাস
গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়ল
শহীদ মুগ্ধ’র নামে পানি কারখানা করবে এডাস্ট, দিল্লীর দাসত্ব থেকে মুক্তির আহ্বান বক্তাদের
রাজধানীতে পেশাজীবীদের মৌন মিছিল: গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা