গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর নজরদারি 

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৫, ১২:৩৯
অ- অ+

গোপালগঞ্জে সম্প্রতি এনসিপি নেতাদের ওপর সংঘটিত হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে যৌথ বাহিনীর পরিচালনায় বিশেষ অভিযান চলছে এবং নদীপথে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুষ্কৃতিকারীরা যাতে নদীপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যেই জেলার গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে বাড়ানো হয়েছে টহল। যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত সশস্ত্র টহল দিচ্ছেন। পাশাপাশি সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন বলেন, “নাশকতা ও বিশৃঙ্খলা রোধে কোস্ট গার্ড ও নৌবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল
ট্রেন থেকে নেমেই জামায়াত নেতাকর্মীদের স্লোগান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা