মাধবপুরে একজনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের কাছ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম উসমান মিয়া (৩০)। তিনি উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নিহতের পরিবারের দাবি, উসমান মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলছে না। নিহতের মেয়ে জানান, গতকাল সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বাহির হয় আর সকালে তার লাশ পাওয়া যায়। আমার বাবাকে হত্যা করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

মন্তব্য করুন