ভালুকায় বজ্রপাতে একজনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে আরব আলী নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার জামিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরব আলী ভালুকা উপজেলার কংশরকুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আরব আলী বাড়ির পাশে একটি কাটা গাছের লাকড়ি কুড়াতে যান। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ বিষয়ে ভালুকা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বলেন, আমরা বজ্রপাতে নিহত হওয়ার কোনো তথ্য এখনও পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

মন্তব্য করুন