গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দলটির কুমিল্লার নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকাল পাঁচটা থেকে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফ। তিনি বলেন, "ইন্টেরিম সরকার বিপ্লবের মহানায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এনসিপি নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।"
এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংসের জেলা আহ্বায়ক ফজলে এলাহী রুবেল প্রমুখ।
সরেজমিনে দেখা গেছে, বিকালে পাঁচটার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা।
‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন অবরোধকারীরা।
বিকাল ৫টার দিকে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ অবরোধের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক আবু রায়হান।
এর আগে, দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিট, স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, এনসিপির নেতাকর্মীরা প্রায় ৩০ মিনিট রাস্তা ব্লকেড করেছিল। এরপর তারা ব্লকেড ছেড়ে দিয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন