পূর্বাচলে 'তারুণ্যের উৎসব' ও 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

‘তারুণ্যের উৎসব’, ‘জুলাই বিপ্লব’ ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কর্মসূচি।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের যৌথ উদ্যোগে ডিটিসিএর বরাদ্দকৃত জমিতে এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন— লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের প্রাক্তন সভাপতি ও রিজিয়ন চেয়ারম্যান (হেডকোয়ার্টার) লায়ন ইকবাল মাসুদ, ক্লাব সেক্রেটারি ও প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন অদুত রহমান ইমন এবং ডিটিসিএর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা।
প্রধান অতিথি শেখ মঈনুদ্দিন গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ‘তারুণ্যই জাতির ভবিষ্যৎ। পরিবেশ রক্ষায় এবং নিজের শরীরের বিষয়ে সচেতন হওয়ায় তরুণদের এগিয়ে আসা জরুরি। এই আয়োজনের মাধ্যমে তারা পরিবেশ ও মানবতার প্রতি দায়িত্ববোধ আরও ভালোভাবে বুঝবে।’
লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এই কর্মসূচির জন্য দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সরবরাহ করেছে। চারা রোপণ করা হয় ডিটিসিএর বরাদ্দকৃত প্রায় সাড়ে ৭ একর জমি, পূর্বাচলের প্রধান সড়কের পাশ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

মন্তব্য করুন