গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে প্রায় আধাঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভে নেতৃত্ব দেন এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার। সঙ্গে ছিলেন যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ, অ্যাডভোকেট আমিরুল ইসলাম। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব নাহিদ মনির, যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ, ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাজু, মেহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা সমন্বয়ক জাহিদুর রহমান তালুকদার বলেন, ‘গোপালগঞ্জে নেতা-কর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা ছিল পূর্বপরিকল্পিত। দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আমরা সারাদেশে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
স্থানীয় প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। এতে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
(ঢাকাটাইমস/১৬ জুলাই/মোআ)

মন্তব্য করুন