চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩

রাজধানীর পল্লবীতে চাঁদা না দেওয়ায় একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া।
তিনি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক আলোড়ন তোলে। এতে দেখা যায়, গত শুক্রবার বিকাল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় অবস্থিত ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী হামলা চালায় এবং চার রাউন্ড গুলি করে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কয়েক সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে দুই দফায় অস্ত্রধারী ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় সিসি ক্যামেরাসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও লুট করে তারা।
এই ঘটনায় গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদা দাবির বিষয়টি উল্লেখ করে গত বৃহস্পতিবার (১০ জুলাই) পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খান।
এডিসি সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, “হামলায় যারা অংশ নিয়েছে, তাদের শনাক্তে কাজ চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”
(ঢাকাটাইমস/১৩জুলাই/এলএম)

মন্তব্য করুন