সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ১১:০৫| আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:১৬
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউনিসেফের মধ্যে সিলেবাস সংস্কার ও শিক্ষার গুণগত মানোন্নয়নে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, "বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাস আধুনিকায়ন এখন সময়ের দাবি। এর মাধ্যমে শুধু শিক্ষার মান বাড়বে না, বেকারত্বও কমবে।"

তিনি জানান, এই চুক্তির মাধ্যমে ইউনিসেফের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার বিভিন্ন খাতে যুগোপযোগী পরিবর্তন আনতে কাজ করবে।

এদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং ইউনিসেফের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক অ্যাড্রিয়ান ডুমুন। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে সহযোগিতা প্রদান করবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

* দেশের ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে চাহিদা নিরূপণে ফিজিবিলিটি স্টাডি,

* আইসিটি, সফট স্কিল ও ইংরেজি শিক্ষায় সহায়তা,

* যুগোপযোগী সিলেবাস উন্নয়ন,

* শিক্ষার্থীদের মানসিক প্রেরণা ও কর্মদক্ষতা বৃদ্ধির প্ল্যাটফর্ম তৈরি,

* অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন,

* মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং

* শিল্প ও চাকরির বাজারের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ
বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা