এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব

আফরিন কবির জিদনী এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব দেখিয়েছে। সে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়।
ঢাকার দক্ষিণ মুগদা ব্যাংক কলোনী নিবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আহমেদুল কবির জাকির ও গৃহিণী মোসাম্মৎ পারভীনের ছোট মেয়ে আফরিন কঠোর অধ্যবসায়, নিয়মিত পড়ালেখা এবং শিক্ষকদের দিকনির্দেশনায় এ সাফল্য অর্জন করেছে।
আফরিন বলেন, ‘এই ফলাফলের পেছনে মা-বাবা ও শুভ কাঙ্ক্ষীদের দোয়া, শিক্ষকদের সহায়তা এবং নিজের নিয়মিত চেষ্টাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।’ সে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে চায়। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে আফরিন।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএম)

মন্তব্য করুন