আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ১৩:১৯| আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৪:১০
অ- অ+

"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় গাজীপুরস্থ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আনসার মহাপরিচালক বলেন, "পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রেখে চলেছে।"

তিনি আরও বলেন, "দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।"

জানা গেছে, এই কর্মসূচির আওতায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বিত রোপণ কার্যক্রম চলবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, কর্নেল মো. ফয়সাল আহাম্মদ ভূঁইয়া, ডেপুটি কমান্ড্যান্ট ও ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান বিএনপি নেতা মেসবাহ'র
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা