টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহিন পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিজিবির একটি সূত্র।
সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় বিশেষ চিরুনি অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১টি বিদেশি রিভলবার, ১টি এলজি গান, ১টি ওয়ান শ্যুটার পিস্তল, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড রিভলবারের গুলি, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড ছররা গুলি, ৫টি খালি খোসা, ১টি লম্বা কিরিচ এবং ২টি রামদা।
জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া অজ্ঞাত ডাকাতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
রঙ্গীখালী গহিন পাহাড় দীর্ঘদিন ধরে মাদক, ডাকাতি ও অপহরণকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিল। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
(ঢাকাটাইমস/১৬ জুলাই/এলএম)

মন্তব্য করুন