চারটি ফ্লোরজুড়ে চলছিল অবৈধ কার্যক্রম
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫১

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গুলশান-২ এর ২৪ নম্বর রোডের ৯১/বি নম্বর ভবনে এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবনের চারটি ফ্লোর থেকে এই ৫১ জনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে ওই ভবনের একাধিক ফ্লোরে স্পা সেন্টারের আড়ালে চলছিল অবৈধ কার্যকলাপ।
অভিযানের সময় পুলিশ ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালায় এবং স্পষ্ট প্রমাণসহ জড়িতদের আটক করে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় স্পা সেন্টারের নামে চলমান অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১৬ জুলাই/এলএম)
মন্তব্য করুন