গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ১৭:৫৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের মধ্যেই জেলা কারাগারে হামলা-ভাঙচুর করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ।
বুধবার বিকালে হামলাকারীরা ইটপাটকেল মেরে জেলা কারাগারের গেট ভাঙার চেষ্টা করে। এ সময় কারাগারের নিরাপত্তায় দায়িত্বরতদের বাধার মুখে তারা গেট ভাঙতে ব্যর্থ হয়।
পরবর্তীতে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন।
বর্তমানে কারাগারের নিরাপত্তায় কারারক্ষীদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম)

মন্তব্য করুন