সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
রবিবার (১৩ জুলাই) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়, সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তা কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে কর্মরত, তারাও এই ক্ষমতার আওতায় থাকবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই মেয়াদ বৃদ্ধি কার্যকর হবে আগামী ১৫ জুলাই থেকে এবং তা কার্যকর থাকবে ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা।
এই ক্ষমতার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তারা দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির নির্দিষ্ট ধারা অনুযায়ী মাঠপর্যায়ে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে পারবেন।
নির্বাচনী সময় ও বিশেষ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের এই ধরনের বিশেষ ক্ষমতা দিয়ে থাকে সরকার। নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে গতিশীলতা আনতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এর পর থেকে এই মেয়াদ দুই মাস করে বাড়াচ্ছে সরকার।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন