খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ২১:০৮
অ- অ+

খুলনার সোনাডাঙ্গা থানাধীন একটি আবাসিক হোটেলে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৪৭৪ পিস ইয়াবাসহ এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই রাত ১১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ দল খুলনার জেড.এন. প্যালেস আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, এবং আনুমানিক ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৪৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থার জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক ও অস্ত্র পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহল কার্যক্রমের ফলে মাদক ও অস্ত্র চোরাচালান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’

(ঢাকা টাইমস/১৩জুলাই/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
মতিঝিলে অর্ধকোটি টাকা ডাকাতির প্রস্তুতি, র‌্যাবের কটি-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা