লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট

দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ‘বিচক্র্যাফট বি ২০০’ মডেলের এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায় বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। দুর্ঘটনার পরপরই সাউথেন্ড বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল করা হয়েছে পূর্বনির্ধারিত সব ফ্লাইট, যার মধ্যে অন্তত পাঁচটি ছিল আন্তর্জাতিক। খবর রয়টার্সের।
রবিবার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় এ ঘটনা ঘটে। এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, বিকাল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সঙ্গে সঙ্গেই সাউথেন্ড, রেলি ওয়েইর, বাসিলডন, বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এখন পর্যন্ত উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল তা জানায়নি পুলিশ। তবে বিচক্র্যাফট বি ২০০ মডেলের এই উড়োজাহাজে সাধারণত দুই পাইলটসহ সর্বোচ্চ ৯ জন যাত্রী পরিবহন সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পুলিশ, জরুরি সেবা সংস্থা এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ঘটনাটিকে ভয়াবহ ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন। কেউ কেউ জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা ক্রুদের দিকে হাত নাড়ছিলেন। দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়।
দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট বলেন, “সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। বিস্তারিত জানার অপেক্ষায় আছি। সংশ্লিষ্ট সবাই এবং জরুরি সেবাকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের নিকটবর্তী রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ। মানুষজনকে ঐ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। বিমানের দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/১৪ জুলাই/আরজেড)

মন্তব্য করুন