রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে ও ঝুলন্ত অবস্থায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১০:১৮| আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:১০
অ- অ+

রাজধানীতে পৃথক দুটি ঘটনায় ভবন থেকে পড়ে এবং ঝুলন্ত অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী সঞ্জু বণিক ও ১০ বছর বয়সী গৃহকর্মী সুফিয়া আক্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সঞ্জু বণিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে তিনি জগন্নাথ হলের একটি ভবন থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কীভাবে তিনি পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে একই দিন রমনা থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার ইস্পাহানি কলোনির একটি ভবনের অষ্টম তলায় ঝুলন্ত অবস্থায় সুফিয়া আক্তার নামে ১০ বছর বয়সী এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, সে ওই বাসায় গৃহকর্মীর কাজ করত। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা