মোহাম্মদপুরে ‘পানি রুবেল গ্যাং’-এর পাঁচ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১০:৪১| আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:১৯
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’-এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে ‘অটো শাহিন’ (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮)।

রবিবার মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সোমবার সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

সিটিটিসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে জিম্মি করে নিয়মিত ছিনতাই করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক
জামায়াতে ইসলামীর সমাবেশে প্রথম পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা