ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প

ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। এমনই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।
রবিবার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তাদের (ইউক্রেন) প্যাট্রিয়ট পাঠাব, যা তারা মরিয়া হয়ে চাইছে।’
তবে কতটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেওয়া হবে তা এখনো নির্ধারণ হয়নি জানিয়ে ট্রাম্প বলেন, ‘তারা কিছু পাবে, কারণ তাদের সুরক্ষা দরকার।’
ইউক্রেনে মস্কোর আগ্রাসন বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান ট্রাম্প। কিন্তু রুশ প্রেসিডেন্ট আলোচনা এড়িয়ে যাওয়ায় অসন্তুষ্টি আছে ট্রাম্প প্রশাসনে।
ট্রাম্প সাংবাকিদদের বলেন, ‘পুতিন সুন্দরভাবে কথা বলে, আর রাতে গিয়ে সবাইকে বোমা মারে। এতে একটা সমস্যা হচ্ছে। আমি এটা পছন্দ করি না।’
হোয়াইট হাউসে আবার ফিরে আসার পর ট্রাম্প কিয়েভে সহায়তা কমিয়ে দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তির পথে বাধা বলে মন্তব্য করেন তিনি।
তবে গত ৭ জুলাই ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইউক্রেনের জন্য ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ পাঠাতে শুরু করবেন।
চলতি সপ্তাহে ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
ট্রাম্প ঘোষণা দেন, সোমবার রাশিয়া নিয়ে একটি ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেবেন তিনি। সূত্র: ওয়েবসাইট।
(ঢাকাটাইমস/১৪জুলাই/মোআ)

মন্তব্য করুন