ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. বাবলা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবলা ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
বিষযটি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত বাবলা গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন। এমন সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তের পর লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

মন্তব্য করুন