গোপালগঞ্জ হামলা: কুষ্টিয়া–খুলনা মহাসড়ক ব্লকেড

ইবি প্রতিনিধ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ২০:০৪
অ- অ+

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়াখুলনা মহাসড়ক ব্লকেড করেছে।

বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়াখুলনা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় শতাধিক শিক্ষার্থী এ প্রতিবাদী সমাবেশে অংশ নেন।

উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, তানভীর ম‌ণ্ডল, মোবাশ্বির‌ আমিনসহ শতাধিক শিক্ষার্থী।

বিক্ষোভ মিছিলে কণ্ঠে আবার লাগা জোর, ছাত্রলীগের কবর খোর; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; আবু সাঈদমুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, তার দায় নিয়ে ডিসি ও এসপিকে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা ঘুরে বেড়াচ্ছে ও কারো না কারো আশ্রয়ে রয়েছে, তাদের অতি দ্রুততার সাথে গ্রেফতার করতে হবে।

এস এম সুইট আরও বলেন, আমরা দেখেছি যে, গোপালগঞ্জে যখন (এনসিপির) মঞ্চ ভাঙচুর হচ্ছে, তখন পুলিশ সেখানে দাঁড়িয়ে ছিল। এই পুলিশি ব্যবস্থার সংস্কার যদি ইন্টারিম সরকার না করতে পারে, তাহলে অচিরেই দেশে গৃহযুদ্ধ লাগতে সময় লাগবে না।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান বিএনপি নেতা মেসবাহ'র
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা