ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্রাপাড়া মোড় সংলগ্ন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকালে তাদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি কাভার্ডভ্যান থামায় মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ। পরে গাড়িটিতে অবৈধ পণ্য থাকার অভিযোগ এনে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন তাঁরা। বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আলোচনায় আসে।
পরে সোমবার ছয় পুলিশ সদস্যকে খাঁটিহাতা হাইওয়ে থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
বর্তমানে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকারি উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের একযোগে প্রত্যাহার করা হয়েছে এবং এখন তিনি ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন।
(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

মন্তব্য করুন