খুলনায় করোনায় যুবকের মৃত্যু

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২১ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা. খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা দীপ রায় করোনায় আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে রবিবার বিকাল ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

মন্তব্য করুন