আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো

সরকার সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করেছে। ২০২৫ সালের নতুন 'আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা'-তে এ তথ্য জানানো হয়েছে। গত ১০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নীতিমালা প্রকাশ করে।
নতুন নীতিমালা অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে পিস্তল বা রিভলবারের লাইসেন্স ফি ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। বন্দুক ও শর্টগানের ফি ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নবায়ন ফিতেও একই হারে বৃদ্ধি এসেছে। পিস্তল বা রিভলবার নবায়নে এখন ২০ হাজার টাকা দিতে হবে, যা আগে ছিল ১০ হাজার। বন্দুক, শর্টগান ও রাইফেলের নবায়ন ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
আয়কর বিবেচনায়, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে আগে ন্যূনতম তিন লাখ টাকা আয়কর প্রদানকারীদের অনুমতি মিলত; নতুন নিয়মে তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।প্রতিষ্ঠান ও ব্যাংক পর্যায়েও ফি বৃদ্ধি করা হয়েছে। যেমন, লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের ইস্যু ফি ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার এবং নবায়ন ফি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করা হয়েছে। ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন ফিও দ্বিগুণ করে ১০ হাজার টাকা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সময়োপযোগী ও কার্যকর আগ্নেয়াস্ত্র ব্যবস্থাপনার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএম)

মন্তব্য করুন