বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১২:৪৩| আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৩:৫২
অ- অ+

রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ডে নিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তলও উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ।

সোমবার সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৮ জুলাই নূরাকে গ্রেপ্তারের পর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই রাত ৯টা ১৫ মিনিটে বাড্ডার পূর্ব আনন্দনগরের হাওলাদার বাড়ির পেছনে কংক্রিটের বস্তার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৮ মে রাত ১১টার দিকে পূর্ব আনন্দনগরের ভূঁইয়াবাড়ি ২৬ কলোনি মোড়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামি নূরা ও তার সহযোগীরা আনোয়ারের পেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

ঘটনার পরদিন বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত নূরার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা