বগুড়ায় বাড়ির সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ

বগুড়ার সারিয়াকান্দিতে নিজ বাড়ির মেইনগেটের সামনে থেকে সজিব মিয়া নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় লাশটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত সজীব মিয়া ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
নিহত সজীবের চাচা আব্দুর রাজ্জাক জানান, সজীবের মা ও ভাই দুজনেই মারা গেছেন। বাবা আনসার ব্যাটালিয়ানে চাকরি করতেন। এখন অসুস্থ হয়ে বাড়িতেই থাকেন। এমতাবস্থায় সজীব মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাঁর খোঁজ-খবর নেওয়ার তেমন কেউ নেই। শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে সজীব বাড়ি থেকে বের হন। রোববার ভোরে গ্রামবাসী সজীবের বাড়ির সামনের রাস্তায় তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পায়। ঘটনাটি রহস্যজনক মনে হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামে এক যুবকের লাশ তারই বাড়ির গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। স্থানীয়দের দেয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা এখনও নিশ্চিত না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।(ঢাকা টাইমস/১৩জুলাই/এসএ)

মন্তব্য করুন