ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

সাপের কামড়ে ঝিনাইদহের শৈলকুপায় অপু বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দিনগত রাতে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে শনিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।
শৈলকূপার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপু বিশ্বাস সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শৈলকূপা সিটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল অপু বিশ্বাস। শুক্রবার দিনগত রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাতে সাপে দংশন করে। পরে সে তার বাবাকে হাতে জ্বালা-যন্ত্রণা হচ্ছে বলে জানান। পরে পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান।
একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে অপুকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি।
(ঢাকা টাইমস/১২জুলাই/এসএ)

মন্তব্য করুন