হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৫, ২২:১৭| আপডেট : ১২ জুলাই ২০২৫, ২৩:২৪
অ- অ+

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই নির্মাণশ্রমিক নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।

স্থানীয়রা জানান, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে জমি কিনে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। শনিবার সন্ধ্যায় দুই শ্রমিক ট্যাংকের ভেতরে সাটারিং খোলার জন্য নিচে নামেন। এসময় বিষাক্ত গ্যাসে দুজনই অচেতন হয়ে পড়েন।

একসময় সেপটিক ট্যাংকে দুজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘণ্টাখানের চেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করেন।

(ঢাকা টাইমস/১২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা