সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৫, ১১:১৬| আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১:২৪
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে গরু চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর উপজেলার সীমান্তের ভাঙারপাড়া এলাকায় শুক্রবার (১১ জুলাই) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, রাতে শরিফুল ইসলামসহ ১০ থেকে ১২ জনের একটি দল ভাঙারপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে গরু আনতে যায়। এ সময় বিএসএফের টহল দল তাদের বাধা দিলে চোরাকারবারিরা ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে। জবাবে বিএসএফ সদস্যরা প্রথমে ৪-৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালায়।

গুলিতে শরিফুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা চোরাকারবারিরা তাকে বাংলাদেশের দিকে নিয়ে এসে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, এ ঘটনায় ভারতের সঙ্গে পতাকা বৈঠক ও কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা