নোয়াখালীতে ৬ দফা দাবিতে পল্লীবিদ্যুৎ মিনি ঠিকাদারদের মানববন্ধন

পুরাতন রেট সিডিউল সংশোধন করে ৮০% বৃদ্ধি করা, যোগ্যতা অনুযায়ী মিনি ঠিকাদার প্রতিষ্ঠানকে পিএলসি তে উন্নতি করন, যে সকল পবিসে মিনি লাইসেন্স কম আছে সে সকল পবিসে একই সাথে জুলাই ২০২৫ বিজ্ঞপ্তি প্রদান, প্রতি বছরের জুলাই মাসে মিনি লাইসেন্স নবায়নের বিজ্ঞপ্তি প্রদান, সকল পবিসে ঠিকাদারদের সাথে ভালো আচরণ ও আগের এলটিএম টেন্ডারে স্থায়ীভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি।
মঙ্গলবার দুপুরে চৌমুহনী চৌরাস্তায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনের সড়কে এ কর্মসূচি পালন করে। পরে তারা নোয়াখালী জেনারেল ম্যানেজারের মাধ্যমে বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি কল্যাণ ঠিকাদার সমিতির জেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন ঠিকাদার মোহাম্মদ আলী, সেলিম, ফয়সাল মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, করোনা ও ঈদ’সহ গুরুত্বপূর্ণ সময়গুলোতে ২৪ ঘণ্টা মিনি ঠিকাদারগণ কাজ করে থাকেন। কিন্তু সে হিসেবে তাদের মূল্যায়ন করা হয় না। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের প্রস্তাবিত ছয় দফা দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ও সারাদেশে কাজ বন্ধ রাখার ঘোষণা দিবেন।
(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

মন্তব্য করুন