যশোরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

যশোরে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলায় ও বাঘারপাড়া উপজেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতের একজন হলেন সদর উপজেলার সানতলা গ্রামের মোখলেসের বাড়ির ভাড়াটিয়া ও কাশিমপুর গ্রামের মৃত গদাধরের ছেলে মধুসূদন (৭০)।
অপরজন হলেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের মেহেদী হাসানের ছেলে সোহান (২৫)।
নিহত মধুসুদন নিজ ভাড়া বাড়ির সামনে ভৈরব নদীতে মাছ ধরার জন্য কারেন্ট জাল পাততে গেলে দুর্ঘটনা বসত পানির নিচে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বুঝতে পেরে পানি থেকে তুলে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে, নিহত সোহান পাওয়ার টিলার দিয়ে উপজেলার বন্দবিলার মাঠে জমি চাষ করে বাড়িতে যাওয়ার সময় একই এলাকার সমিরের জমিতে পৌছালে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে পাওয়ার টিলারের সংস্পর্শ হলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে খাজুরা বাজারের ফারিয়া ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠালে দুপুর দেড়টার দিকে, যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি পরবর্তী কার্যক্রম ও ব্যবস্থা গ্রহনের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়াশেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

মন্তব্য করুন