আজ ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের

শ্রীলঙ্কায় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটিই হচ্ছে সিরিজ জয়ের ম্যাচ। পাল্লেকেলে স্টেডিয়ামে আজ বিকাল তিনটায় সোনালি ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজ ও চারিথ আসালঙ্কার দল।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৭ রানের ব্যবধানে হেরে গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় আসে দুই দল। তাই দুই দলেরই চোখ এখন শেষ ওয়ানডেতে।
এই মুহূর্তে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নবম হলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠতে পারে টার্নিং পয়েন্ট। এই ম্যাচে জয় পেলে শুধু সিরিজ জয়ের ইতিহাস নয়, রেটিংয়ের ব্যবধান বাড়ানোর সুযোগও রয়েছে টাইগারদের।
এ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। ছয়টি সিরিজে লঙ্কানরা জিতেছে চারটিতে, বাকি দুটি হয়েছে ড্র। এবার যদি শেষ ম্যাচে জয় আসে, তাহলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিতবে টাইগাররা।
এর আগে সর্বশেষ ২০১৯ সালে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। ওই সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে জয় রয়েছে ২০২১ ও ২০২৪ সালে। ওই সময় ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
(ঢাকাটাইমস/৮জুলাই/আরকে)

মন্তব্য করুন